এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত

ছবি: এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত, ফাইল ফটো

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুরুষ ও নারী দুই বিভাগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর আয়োজনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না ভারত। বিসিসিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে তারা।
বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী
১৭ মে ২৫
বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 'ভারত এমন কোনো আয়োজনে অংশ নিতে পারে না যার আয়োজক সংস্থা এসিসি এবং যাদের প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। বিষয়টি পুরো জাতির আবেগের সঙ্গে সম্পর্কিত। আমরা এ নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"

বর্তমানে এসিসি’র সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। একইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান। ভারত এই পদাধিকার এবং নেতৃত্ব নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছে।
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
৯ মে ২৫
নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের সরে যাওয়ার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। তবে পুরুষদের আসর থেকেও ভারত সরে দাঁড়াবে—এমনটা জানিয়েছে আরও কয়েকটি ভারতীয় গণমাধ্যম। তারা বলছে, এসিসির নেতৃত্বে যদি পরিবর্তন না আসে, তাহলে ভবিষ্যতের কোনো আয়োজনেই অংশ নেবে না ভারত।
এদিকে ভারতের এই সিদ্ধান্ত ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনকে অনিশ্চয়তায় ফেলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই আসরের আয়োজক দেশ ছিল ভারতই। এখন তারা সরে গেলে এসিসিকে নতুন আয়োজক খুঁজতে হবে, পাশাপাশি টুর্নামেন্টও জৌলুস হারাবে।