promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
চোট কাটিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন মূল ক্রিকেটার—প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি কামিন্স ও হ্যাজেলউড। পিঠের অস্ত্রোপচারের কারণে গ্রিন এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। তিনজনই এবার ফাইনালের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা

১ ঘন্টা আগে
শেষবারের পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে জিতে সাউথ আফ্রিকা, ফাইল ফটো

স্কোয়াড নিয়ে নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, 'প্যাট, জশ ও ক্যামেরন গ্রিনকে দলে ফিরে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। শ্রীলঙ্কায় দারুণ এক সিরিজ জয়ের মাধ্যমে দল ডব্লিউটিসি চক্র শেষ করেছে, যেখানে ভারতের বিপক্ষে দশ বছর পর ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্বও রয়েছে।'


বোলিং বিভাগে কামিন্সের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও হ্যাজেলউড। স্পিনে আছেন নাথান লায়ন ও ম্যাট কুহনেম্যান। ব্যাটিং বিভাগে খাওয়াজা, ল্যাবুশেন, স্মিথ, হেড ও ইংলিসের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন অলরাউন্ডার গ্রিন ও বেউ ওয়েবস্টার।


promotional_ad

দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ স্যাম কনস্টাস। সবমিলিয়ে স্কোয়াডে অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।


আরো পড়ুন

প্রোটিয়াদের তিন ফরম্যাটের কোচ এখন কনরাড

৯ মে ২৫
অনুশীলনের ফাঁকে বিশ্রামে শুকরি কনরাড, সিএসএ

বেইলি আরো বলেন, 'এই ধারাবাহিক পারফরম্যান্স আমাদের দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছার সুযোগ এনে দিয়েছে। লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলাটা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও সম্মানের।'


২০২৩ সালে ভারতের বিপক্ষে ওভালে শিরোপা জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া।


ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বেউ ওয়েবস্টার।


ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball