ইংল্যান্ড দলে কক্সের বদলি জেমস রিউ

ছবি: সেঞ্চুরির পর জেমস রিউ, ইসিবি

পেটের পেশির চোটে পড়েছেন জর্ডান কক্স। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে জেমস রিউকে। ২১ বছর বয়সী রিউ এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৪.৭১ গড় রান করছেন।
বুমরাহ নয় ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
২ ঘন্টা আগে
এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের সিনিয়র দলে ডাক পেয়েছেন এই ব্যাটার। তিনি ২০২২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অংশ ছিলেন, সেই দলটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল। সেই ফাইনালে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন রিউ।

রিউ সর্বশেষ মৌসুমে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেছিলেন। আগামী ২২ মে ইংল্যান্ডের ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে রিউয়ের। ইংল্যান্ড দল ট্রেন্ট ব্রিজে নিজেদের অনুশীলন সারবে।
ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ব্যালান্স
৭ মে ২৫
২৪ বছর বয়সী কক্স রবিবার এসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে সেঞ্চুরি করার সময় পেটের চোটে পড়েন। ডানহাতি এই ব্যাটসম্যান মূলত চারদিনের টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ড স্কোয়াডে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ছিলেন।
গত নভেম্বরে নিউজিল্যান্ডে টেস্ট অভিষেকের কথা ছিল কক্সের। তবে অনুশীলনের সময় বুড়ো আঙুলের চোটে পড়েন তিনি। কক্স এই মৌসুমে এসেক্সের হয়ে ভালো ফর্মে ছিলেন। নটিংহ্যামশায়ারের বিপক্ষে ৮২ এবং সারের বিপক্ষে ১১৭ রান করেছিলেন তিনি। সমারসেটের বিপক্ষেও ১০৩ রানের ইনিংস আছে তার।