দল নির্বাচন নয়, কেবল পারফরম্যান্সেই মনোযোগ সিরাজের

আন্তর্জাতিক
দল নির্বাচন নয়, কেবল পারফরম্যান্সেই মনোযোগ সিরাজের
দল নির্বাচন নয়, কেবল পারফরম্যান্সেই মনোযোগ মোহাম্মদ সিরাজের, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দারুণ পারফরম্যান্সের পরও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। তার জায়গায় দুবাইয়ের বিমান ধরেছিলেন হার্শিত রানা। দলে জায়গা না পেয়ে অবশ্য নিজের বোলিং দক্ষতায় আরও নজর দেন সিরাজ। শুধুমাত্র পারফরম্যান্সেই নজর দিতে চান এই পেসার।

ভারতের স্কোয়াড যখন ঘোষণা করা হয়, মোহাম্মদ সিরাজ তখন আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে ছিলেন। আবার জসপ্রিত বুমরাহ যখন ইনজুরিতে পড়েন তখনও দলে জায়গা মিলেনি তার। এ নিয়ে অনেক প্রশ্নেরও জন্ম হয়।

দুবাইয়ের উইকেট বিবেচনা করে স্কোয়াডে অবশ্য পাঁচজন স্পিনার রাখে ভারত, মূল আলোচনাটাও সেখানে সরে যায়। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নেয়ায় সিরাজকে না রাখার আলোচনাটাও বেশিদূর গড়ায় না। এবার এ নিয়ে মুখ খুললেন সিরাজ।

তিনি বলেন, 'দেখুন, দল নির্বাচন তো আমার হাতে নেই। আমার হাতে আছে কেবল ক্রিকেট বল এবং এটা নিয়েই যা কিছু করা সম্ভব, চেষ্টা করেছি করার। এখন দল নির্বাচন নিয়ে ভেবে নিজের ওপর চাপ নিতে চাই না। স্রেফ পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই।'

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য ইংল্যান্ড সিরিজেও খেলা হয়নি সিরাজের। জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ ছাড়া আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ছিলেন না তিনি। সেই সময় আইপিএলের প্রস্তুতি নিয়েছেন বলে জানান সিরাজ।

তিনি আরও বলেন, 'বেশ কয়েক বছর ধরে খেলছি। টানা খেলতে থাকলে বিশ্রাম বেশি পাওয়া যায় না। এই সময়টায় কিছুটা সুযোগ পেয়েছি। ফিটনেস ও বোলিং স্কিল নিয়ে কাজ করেছি।'

'নতুন বল ও পুরোনে বল নিয়ে কঠোর পরিশ্রম করেছি। স্লোয়ার ডেলিভারি ও ইয়র্কার নিয়েও কাজ করতে চাইছিলাম অনেক দিন ধরে। এবার সত্যিই সেগুলো করতে পেরেছি। দেখা যাক, আইপিএলে কেমন করতে পারি।'
 

আরো পড়ুন: মোহাম্মদ সিরাজ