‘টাকার জন্য ওয়াসিম-ওয়াকাররা সব করতে পারে’, দাবি রশিদের

(বাম থাকে) ওয়াসিম আকরাম, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস, ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছেই। দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছে দলটিকে। সমালোচকদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো সাবেক ক্রিকেটাররা। এবার তাদের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়লেন রশিদ লতিফ। সাবেক এই পাকিস্তানি উইকেটরক্ষক ওয়াসিম-ওয়াকারকে 'দুবাই বয়েজ' হিসেবে আখ্যা দিয়েছেন।

promotional_ad

ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।


আরো পড়ুন

‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার

১০ আগস্ট ২৫
জসপ্রিত বুমরাহ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস

ভারতের কাছে ব্যাটে-বলে রীতিমতো আত্মসমর্পন করেছে পাকিস্তান। এরপর বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবমিলিয়ে ঘরের মাঠে মাত্র এক পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে পাকিস্তান। এ কারণে দলটির সমালোচনায় মগ্ন ওয়াসিম-ওয়াকার।


promotional_ad

এবার তাদের সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে রশিদ বলেন, 'দুবাইর ছেলেরা শোরগোল ফেলে দিয়েছে। তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে। অথচ গোটা ক্যারিয়ারে দুজন লড়াই করেছে যেটা পাকিস্তান ক্রিকেটকে আক্রান্ত করেছিল। আজব মানুষ তারা। তাদের সামনে টাকা ছেড়ে দেন, তারা যেকোনো কিছু করবে।'


আরো পড়ুন

বাংলাদেশের সঙ্গে ম্যাচগুলো আমাদের হারা উচিত হয়নি: রশিদ লতিফ

৫ আগস্ট ২৫
ক্রিকফ্রেঞ্জি

নব্বই দশকে বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন ওয়াসিম-ওয়াকার। পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেন ওয়াসিম, তবে ওয়াকার ইউনিস পাননি কোনো শিরোপা! যদিও রশিদের চোখে এই দুজন পাকিস্তান ক্রিকেটের জন্য সেভাবে কিছুই করতে পারেননি।


তিনি আরও বলেন, '১৯৯০ দশকে যারা খেলেছে আমি সবার ভক্ত কিন্তু লিগ্যাসির কথা যদি বলেন তারা পাকিস্তানের ক্রিকেটকে কিছু দেয়নি। তারা কোন আইসিসি আসর জেতেনি- তারা (বিশ্বকাপ ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে হেরেছে। আমরা একবার ফাইনালে উঠেছিলাম (১৯৯৯ সালে) এবং বাজেভাবে হেরেছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball