অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন

ছবি: মার্নাস ল্যাবুশেন (বামে) ও লাহিরু কুমারা (ডানে), ফাইল ফটো

অর্থাৎ, এক ওয়ানডে নয়, দুই ওয়ানডের সিরিজ খেলবে দুই দল। দুই ম্যাচের টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৪ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।
পাকিস্তান-অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে দেখছেন না আকমল
৬ ঘন্টা আগে
দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর ১২ এবং ১৪ ফেব্রুয়ারি কলম্বোতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ইতোমধ্যেই কেটে ফেলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দলটি। অস্ট্রেলিয়ার ফাইনালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা উঠেছে আরও আগেই।

আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্রই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচি-
১ম টেস্ট- ২৯ জানুয়ারি, গল
২য় টেস্ট- ৬ ফেব্রুয়ারি, গল
১ম ওয়ানডে- ১২ ফেব্রুয়ারি, কলম্বো
২য় ওয়ানডে- ১৪ ফেব্রুয়ারি, কলম্বো