হলুদ জার্সিতেই থাকব, খেলব কিনা আলাদা ব্যাপার: ধোনি

ছবি: মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে আবারও চেন্নাইয়ে তথা ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে আবারও ধোঁয়াশা রাখেন ধোনি। চেন্নাইয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, এমনটা নিশ্চিত করেছেন তিনি। তবে মাঠে থাকবেন কতদিন, সেই উত্তর ছেড়ে দিলেন সময়ের উপরে।
ভারতে কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
১ আগস্ট ২৫
ধোনি বলেন, 'আমি আগেও বলেছি, সিদ্ধান্ত নেয়ার জন্য আমার হাতে এখনো সময় আছে। তবে যদি প্রশ্ন করেন আমি হলুদ জার্সিতে ফিরব কি না, আমি সবসময় হলুদ জার্সিতে থাকব। খেলব কি না, সেটা আলাদা ব্যাপার।'

তিনি আরও যোগ করেন, 'আমি আর চেন্নাই একসঙ্গেই থাকব। সামনের ১৫-২০ বছরও একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। যদিও আমি চাই না মানুষ ভাবুক আমি আরও ১৫-২০ বছর খেলব।'
‘১০ কোটির’ অশ্বিনকে ছেড়ে দিচ্ছে চেন্নাই
৮ আগস্ট ২৫
২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই চেন্নাইয়ের সঙ্গে আছেন ধোনি। তার নেতৃত্বে দলটি পাঁচবার শিরোপা জিতেছে। অনুষ্ঠানে তিনি দলের সঙ্গে নিজের সম্পর্ক এবং চেন্নাই শহরের সঙ্গে তৈরি হওয়া বন্ধনের কথাও বলেন।
২০২৫ আইপিএলে অবশ্য হতাশার সময় পার করে চেন্নাই। পয়েন্ট তালিকার তলানিতে থেকে মৌসুম শেষ করে তারা। এ নিয়ে ধোনি জানান, ভুল থেকে শিক্ষা নেয়াই এখন সবচেয়ে জরুরি। 'গত কয়েক বছর আমাদের ভালো যায়নি। কিন্তু ব্যর্থতা থেকে কী শিখছি, সেটাই গুরুত্বপূর্ণ। কী ভুল হয়েছে, সেটা বুঝতে হবে।'