ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক, দুশ্চিন্তায় সূর্যকুমারও

সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
এশিয়া কাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। তার আগেই ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল। গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন। ফলে দল ঘোষণায় দেরি হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।

promotional_ad

‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, ১২ আগস্ট বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। তিনি জুলাইয়ের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে অনুশীলন শুরু করেছেন।


আরো পড়ুন

আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার

১৮ জুন ২৫
ভারতের অনুশীলন জার্সিতে সূর্যকুমার যাদব

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অলরাউন্ডারের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে সম্পূর্ণ ফিট রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।


অন্যদিকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার জুন মাসে জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান। এখনও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। মেডিকেল টিম তার দিকে নজর রাখছে। আরো অন্তত এক সপ্তাহ তাকে পুনর্বাসনে থাকতে হতে পারে।


promotional_ad



আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

সম্প্রতি নিজের ব্যাটিং ও জিমে ওয়ার্কআউটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন সূর্যকুমার। ক্যাপশনে লিখেছিলেন, 'নিজের প্রথম ভালোবাসার কাছে ফেরার তর সইছে না।' তবে ম্যাচ ফিটনেস পেতে তার এখনো কিছুদিন সময় লাগবে বলে বোঝা যাচ্ছে।


হার্দিক ও সূর্যকুমার ফিট না হওয়ায় এখনো এশিয়া কাপের দল চূড়ান্ত করতে পারেনি ভারত। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে, তাদের ম্যাচ নির্ধারিত ১৪ সেপ্টেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball