সাকিবের চেয়ে মুস্তাফিজের মূল্য বেশী

ছবি:

২০১৬ সালের আইপিএলে কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল টম মুডির সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপরের দুই মৌসুম দলটির হয়ে আইপিএল মাতিয়েছেন এই বাঁহাতি পেসার।
এবারের আসরের জন্য তাকে আর ধরে রাখেনি দলটি। যেকারণে নিলামে উন্মুক্ত ছিলেন ফিজ। শনিবার অনুষ্ঠিত এই নিলাম থেকে তাকে দলে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

২ কোটি ২০ লাখ রুপির বিনিমিয়ে তাকে দলে ভেড়ায় মুম্বাই। তবে মুস্তাফিজকে দলে নিতে দিল্লি সহ আরও এক দুটি দলের সঙ্গে লড়াই করতে হয়েছে মুম্বাাইকে।
ফিজের পাশাপাশি সাকিব আল হাসানকে দলে টেনেছে টম মুডির দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে দলে নিতে রাজাস্থানের সাথে লড়াই করতে হয়েছে দলটিকে।
মোট দুই কোটি মূল্যে তাকে শেষ পর্যন্ত দলে নেয় হায়দ্রাবাদ। অন্যদিকে সাড়ে ১২ কোটি রুপি অর্থ দিয়ে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে রাজাস্থান। তবে অবাক করার বিষয় এবার ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে দলে ভেড়ায়নি কেউই।