ডি ভিলিয়ার্সের ১২০ রানের ঝড়ে শিরোপা সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের

ফ্র্যাঞ্চাইজি লিগ
ডি ভিলিয়ার্সের ১২০ রানের ঝড়ে শিরোপা সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের
৬০ বলে ১২০ রান করেন এবি ডি ভিলিয়ার্স, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবি ডি ভিলিয়ার্স, যিনি খেলেন ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস।

এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে তারা। জবাবে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় ৭২ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। হাশিম আমলা করেন ১৪ বলে ১৮ রান। এরপর ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি মিলে ম্যাচ বের করে নেন। ডি ভিলিয়ার্সের ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ১২টি চারের মার। অপরপ্রান্তে ডুমিনি ছিলেন ২৮ বলে ৫০ রানে অপরাজিত।

পাকিস্তানের পক্ষে একমাত্র উইকেটটি নেন সাঈদ আজমল। এর আগে পাকিস্তানের ইনিংসে ওপেনিংয়ে নেমে শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

পাঁচ নম্বরে নামা ওমর আমিন করেন ১৯ বলে ৩৬ রান। এখনো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দাপিয়ে বেড়ানো আসিফ আলী করেন ১৫ বলে ২৮ রান। হাফিজ ও মালিকের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ ও ২০ রান।

যদিও এ দিন সুবিধা করতে পারেননি কামরান আকমল। এই উইকেটরক্ষকের ব্যাটে আসে পাঁচ বলে দুই রানের ইনিংস। প্রোটিয়াদের হয়ে হার্ডুস ভিযোয়েন ও ওয়েইন পার্নেল দুটি করে উইকেট নেন।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স