নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব

ছবি: নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব আল হাসান, ফাইল ফটো

টস জিতে এ দিন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মায়ামির নয়া অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। গত পাঁচ ম্যাচে সাকিব নেতৃত্ব দিলেও এই ম্যাচে মায়ামির হয়ে টস করতে নামেন পেরেরা।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাকিবের শোক
২০ ঘন্টা আগে
নেতৃত্ব হারানোর ম্যাচে আবারো ওপেনিংয়ে নামা সাকিবকে দ্বিতীয় ওভারেই ফেরান কার্লোস ব্র্যাথওয়েট। সাকিবের ক্যাচটি লুফে নেন স্কটল্যান্ডের জর্জ মানসি। এরপর ওপেনিংয়ে নামা টম ও'কনেলকে ফেরান জস কান।

তিনি করেন ১১ বলে ১৫ রান। ৩.২ ওভারে মায়ামি করে দুই উইকেটে ২৬ রান। পেরেরা ছয় এবং মার্ক দেয়াল এক রানে অপরাজিত ছিলেন। তারপর বৃষ্টি নামলে আর খেলা সামনে গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।
দুর্দান্ত বোলিংয়ের পর সাকিবের ‘ডাক’, হারল মায়ামি
২১ জুলাই ২৫
পয়েন্ট টেবিলের অবস্থা বেজ নাজুক সাকিবের মায়ামির। সাত দলের মধ্যে ছয় নম্বরে আছে দলটি। ছয় ম্যাচে কেবল একটি ম্যাচই জিতেছে সাকিবের দল। বাকি চারটি ম্যাচই হেরেছে তারা।