দুর্দান্ত বোলিংয়ের পর সাকিবের ‘ডাক’, হারল মায়ামি

ছবি: দুর্দান্ত বোলিংয়ের পর সাকিব আল হাসানের ‘ডাক’, হারল মিয়ামি

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এ দিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে আট উইকেটে ৯৭ রান তোলে কেমান বে। দলটির হয়ে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন ভৃত্য অরবিন্দ।
ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি
১৮ জুলাই ২৫
এ ছাড়া ম্যাথু ট্রম্প আট বলে ১৯ এবং জর্দান সিল্ক ৯ বলে ১৮ রান করেন। মায়ামির বোলারদের মধ্যে মাত্র ১১ রান খরচায় দুই উইকেট নেন সাকিব। তৃতীয় ওভারের শেষ বলে ম্যাথু ট্রম্পকে বিদায় করেন তিনি।
পঞ্চম ওভারের প্রথম বলে কবি হার্ফটকে বিদায় করেন সাকিব। দুবার'ই সাকিবের বলে ক্যাচ নেন টম ও'কনেল। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি করতে পারেননি সাকিব।

অলরাউন্ড নৈপুণ্যেও মায়ামিকে জেতাতে পারলেন না সাকিব
১৮ জুলাই ২৫
মায়ামির হয়ে অরনব আইয়ার, জহুর খান এবং ক্রিস্টোফার রামসারানও দুটি করে উইকেট নেন। তবে তাদের প্রত্যেকেই সাকিবের চাইতে বেশি রান খরচা করেন। কেবল সাকিবের ইকোনমি রেটই ছিল পাঁচের নিচে।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান সাকিব। পিটার হাটজগলুর বলে ম্যাথু স্পুরসকে ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশের অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯১ রানে থামে দলটি।
সাকিবের দলের হয়ে ১৪ বলে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন রামসারান। শেষদিকে হারিকৃষ্ণ নায়ার এবং ক্রিস্টোফার বলরাজ- দুজনই ১৭ রান করে করেন। এ ছাড়া টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে চার বলে ১৬ রান করেন ও'কনেল।
টপ অর্ডারে সাত ব্যাটারের মধ্যে কেবল তিনিই দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। বাকিদের আসা যাওয়ায় মাত্র ৩৮ রানেই সাত উইকেট হারায় মায়ামি। ম্যাচ থেকে ব্যাটিংয়ের শুরুর ভাগেই ছিটকে যায় দলটি।