ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি

মায়ামি ব্লেজ
ফ্লোরিডা লায়ন্সের মতো ফ্যালকন্সের বিপক্ষেও ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব আল হাসান। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ঝড় তুলে ২৬৩.৬৪ স্ট্রাইক রেটে ১১ বলে খেলেন ২৯ রানের ইনিংস। দুইটি ছক্কার সঙ্গে তিনটি চারও মারেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অ্যাঞ্জেলো পেরেরা ঝড়ো ব্যাটিংয়ে ১৩ রানের জয় পেয়েছে মায়ামি ব্লেজ।

promotional_ad

জয়ের জন্য ১১১ রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফ্যালকন্স। তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন চিরাগ গান্ধী। এ ছাড়া রোনালদো আলীমোহামেদ ১৬ এবং চন্দরপল হেমরাজ ১৪ রান করেছেন। প্রথম ওভারে উইকেটশূন্য থাকা সাকিব দ্বিতীয় ওভারে আলীমোহামেদকে ফেরান। মায়ামির হয়ে একাই তিন উইকেট নিয়েছেন শেহান জয়াসুরিয়া।


আরো পড়ুন

অলরাউন্ড নৈপুণ্যেও মায়ামিকে জেতাতে পারলেন না সাকিব

১২ ঘন্টা আগে
মায়ামি ব্লেজের জার্সিতে সাকিব

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শ্রীভাটস গোস্বামীর উইকেট হারায় মায়ামি। তবে তিনে নামা অ্যাঞ্জেলো পেরেরাকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে জ্যাক জার্ভিসকে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। সেই ওভার থেকে ১৯ রান আসে। পরের ওভারে সৌরিন ঠাকারের বিপক্ষেও আক্রমণাত্বক ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


promotional_ad

তৃতীয় বলে চার মারা সাকিব পরের বলেই মেরেছেন ছক্কা। চতুর্থ ওভারে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ মেলেনি সাকিবের। রোনালদো আলীমোহামেদকে চারটি চার মেরে ১৯ রান আনেন পেরেরা। মালিন্দা পুষ্পাকুমারাকে ছক্কা মারার চেষ্টায় নিজের উইকেট দিয়েছেন সাকিব। বাঁহাতি স্পিনারের বলে লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন ১১ বলে ২৯ রানের ইনিংস খেলে। তিনটি চারের সঙ্গে দুইটি ছক্কা মেরেছেন সাকিব।


আরো পড়ুন

ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব

১৭ জুলাই ২৫
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান, ফেসবুক।

আক্রমণাত্বক ব্যাটিংয়ে অবশ্য মায়ামিকে টানছিলেন পেরেরা। আউট হওয়ার আগে ৫ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কান এই ব্যাটার। পরের দিকে জয়াসুরিয়া, টম ও’কনেল ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি। ভালো শুরু পাওয়ার পরও শেষ পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রানে থামে মায়ামি। ফ্যালকন্সের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন ধাওয়ান ও জার্ভিস।


সংক্ষিপ্ত স্কোরঃ


মায়ামি ব্লেজ— ১১০/৫ (১০ ওভার) (সাকিব ২৯, পেরেরা ৪৫, জয়াসুরিয়া ১১; ধাওয়ান ২/১০)


ফ্যালকন্স— ৯৭/৮ (১০ ওভার) (চিরাগ ২৫, চন্দরপল ১৪, আলীমোহামেদ ১৬; সাকিব ১/১৯, জয়াসুরিয়া ৩/১৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball