বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’
সংগঠক মাহিদুল ইসলাম সামি, ফেসবুক থেকে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে ‘ক্রিকেট উইথ সামি’। সিলেট দলকে কেন্দ্র করে ভিন্নধর্মী ও পেশাদার একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংগঠনটি। সময়মতো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ, বিসিবির নীতিমালা মেনে চলা ও মাঠে প্রতিদ্বন্দ্বী দল গড়ার পূর্ণ আশ্বাস দিয়েছে তারা।

সিলেটের সাবেক ক্রিকেটার ও সংগঠক মাহিদুল ইসলাম সামির নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেট ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার বিপিএলের মতো দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখার পরিকল্পনায় বেশ দৃঢ় তারা।

মাহিদুল ইসলাম সামি বলেন, 'আমরা চাই, সিলেটকে এমনভাবে গড়তে যা বিপিএলের মান এবং ভাবমূর্তিকে আরও শক্ত করবে। অর্থনৈতিক স্বচ্ছতা, নির্দিষ্ট সময়ে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক—সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কাজ করতে চাই।'

বিগত আসরগুলোতে আর্থিক জটিলতা, চুক্তিভঙ্গসহ বিভিন্ন বিতর্কে পড়েছে বিপিএলের কিছু দল। সে প্রেক্ষিতে ‘ক্রিকেট উইথ সামি’ চায় একটি সুসংগঠিত এবং নিয়মনিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে। তারা মনে করে, এই মানসিকতা ভবিষ্যতে বিপিএলের প্রতি স্পনসর ও দর্শকদের আস্থা ফেরাতে সাহায্য করবে।

ক্রিকেট উন্নয়নে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ঘরোয়া ও বয়সভিত্তিক পর্যায়ে নানা উদ্যোগ হাতে নিয়েছে। ‘ক্রিকেট উইথ সামি’ জানিয়েছে, তারা শিগগিরই আয়োজন করতে যাচ্ছে একটি ওয়ানডে ফরম্যাটের বয়সভিত্তিক টুর্নামেন্ট, যেখানে বাছাইকৃত প্রতিভাবানদের এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

‘ক্রিকেট উইথ সামি’ বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিবন্ধিত এজেন্ট হিসেবেও কাজ করছে। সামি জানান, দেশের ক্রিকেট, বিশেষ করে অবহেলিত ও প্রতিভাবান ক্রিকেটারদের জন্য আগামী দিনেও তারা সবসময় পাশে থাকতে চান।

আরো পড়ুন: ক্রিকেট উইথ সামি