প্লে-অফে রিশাদই ‘এক্স ফ্যাক্টর’, সে আমাদের ফাইনালে তুলবে: কালান্দার্সের মালিক

ছবি: সামিন রানা (বামে), রিশাদ হোসেন (ডানে), ফাইল ফটো

প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিএসএলে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা
৭ ঘন্টা আগে
চার ম্যাচে আট উইকেট নেয়ার পরও মুলতানের বিপক্ষে সুযোগ মেলেনি রিশাদের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। এমনকি কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচেও লাহারের একাদশে ছিলেন না ডানহাতি এই লেগ স্পিনার।
আসরের পরবর্তী সময়ে রিশাদকে একাদশে নেয়ার কথা ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন সামিনরানা, 'আমাদের এখনো চারটি ম্যাচ বাকি আছে। গ্রুপ পর্বের দুটি, একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল। রিশাদ আমাদের এক্স ফেক্টর হবে সেই ম্যাচগুলোতে। সে যেকোন সময় ভালো করতে পারে। এমনকি এই কন্ডিশনেও। আমরা সবাই দলের কম্পোজিশনের দিকে তাকিয়ে আছি। কারা আমাদের বিদেশী প্লেয়ার, লোকালদের মাঝে কারা ভালো বা খারাপ করছে, সেগুলোর উপর নজর রাখছি।'

ডাগ আউটে বসে থেকে অবশ্য বিরক্ত হচ্ছেন না রিশাদ। অন্য ব্যাটারদের প্রস্তুত করে চলেছেন তিনি। সামিন রানার চোখে তাই রিশাদ একাদশেরই একজন। পিএসএলের ডাগ আউটে বসে থাকাও রিশাদের জন্য শিক্ষণীয়, এমনটা মনে করছেন কালান্দার্স কর্ণধার।
টানা তিন ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ
১ মে ২৫
তিনি আরো বলেন, 'আমার কাছে, রিশাদ প্রতিটা ম্যাচেই আমাদের একাদশের অংশ। ব্যাপারটা এমন নয় যে বেঞ্চে বসে থাকা মানেই পরিবারের বাইরে থাকা। সে এই পরিবারেরই একটি অংশ। সে দারুণ অবদান রাখছে। সে নিঃস্বার্থ একজন মানুষ। আপনি মাঠে দেখে থাকবেন, সে অন্যদের প্রস্তুত করছে নিজের বোলিংয়ের মাধ্যমে। আমি আজকে তাকে জিজ্ঞেস করছিলাম সে বোর হচ্ছে কিনা। সে বললো না না, আমি ঠিক আছি।'
'এটা প্রফেশনাল ক্রিকেটারদের জীবনের একটি অংশ। সে ভবিষ্যতে আরো অনেক লিগ খেলবে। ভবিষ্যতে এমন আরো হবে। এটা তার জন্য একটি শিক্ষনীয় অভিজ্ঞতা। ডাগাউটে বসে থাকা মোটেই সহজ কোন কাজ নয়। আমি মনে করি, এই পিএসএল রিশাদকে অনেক সাহায্য করছে। শুধু পারফর্মেন্স এর ক্ষেত্রেই নয়, পাশাপাশি একজন মানুষ হিসেবে, একজন ক্রিকেটার হিসেবেও সে শিখছে এখান থেকে।'
আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চারটি জিতেছে লাহোর। পাঁচ দলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে দলটি। সর্বোপরি রিশাদের হাত ধরেই ফাইনালে উঠবে লাহোর, এমনটাই বিশ্বাস সামিন রানার।
তিনি বলেন, 'রিশাদ আমাদের পরিবারের একটি অংশ। সে এই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমি বলেছিলাম, আমাদের ২০ জন ক্রিকেটার আছে। শুধুমাত্র ৪ জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। যখন আপনি কন্ডিশন বিবেচনা করবেন, বিশেষ করে লাহোরের, দেখবেন এখানের উইকেটে ঘাস আছে, যা স্পিনারদের থেকে পেসারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। যখন বিদেশি স্পিনার দলে খেলাবেন, তখন দলের ভারসাম্যের দিকেও নজর রাখতে হবে।'
'পাশাপাশি প্রতিপক্ষের দিকেও নজর রাখতে হবে। লাহোরে খুব বেশি লেগ স্পিনার সফলতার মুখ দেখেনি। কিন্তু রিশাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে পালন করার মতো। উইকেট যখন পুরোনো হয়ে যাবে, দেখবেন অনেক টার্ন পাচ্ছে বল। আমি আশা করি রিশাদ দূর্দান্ত একটি কামব্যাক করবে এবং আমাদের ফাইনালে নিয়ে যাবে।'