অভিষিক্ত অশ্বিনীতে মুম্বাইয়ের প্রথম জয়

ছবি: অভিষেকে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন অশ্বিনী কুমার, বিসিসিআিই

রাহানের পর রিংকু সিং, মানিশ পান্ডে ও আন্দ্রে রাসেলের উইকেটও নিয়েছেন ডানহাতি এই পেসার। আইপিএলের নিজের অভিষেক ম্যাচে ৩ ওভারে ২৪ রান খরচায় অশ্বিনী নিয়েছেন ৪ উইকেট। ভারতের প্রথম বোলার হিসেবে আইপিএল অভিষেকে চার উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী পেসার। সবমিলিয়ে আইপিএল অভিষেকে আলজারি জোসেফ, অ্যান্ড্রু টাই, শোয়েব আখতারের পর চতুর্থ সেরা বোলিং ফিগারে ৪ উইকেট শিকার করেছেন অশ্বিনী।
চোটে ছিটকে গেলেন পুথুর, বদলি রঘু
২ ঘন্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স পেসারের এমন বোলিংয়ে কলকাতাটা আটকে গেছে মাত্র ১১৬ রানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলমান মৌসুমে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। আইপিএলে ইতিহাসে দশমবারের মতো ১২০ রানের নিচে অল আউট হয়েছে কলকাতা। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই ছয়বার ১২০ রানের আগেই গুটিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতার এমন অনাকাঙ্খিত রেকর্ডের দিনে তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন রাঘুবংশী।

ওয়াংখেড়েতে ১১৭ রানের লক্ষ্য তাড়ায় সহজ জয়ই পাওয়ার কথা ছিল মুম্বাইয়ের। রায়ান রিকেলটনের ব্যাটে শেষ পর্যন্ত হয়েছেও তাই। শুরুটা একটু ধীরগতির হলেও পরবর্তীতে রান তোলার গতি বাড়িয়েছেন দুই ওপেনারই। যদিও তাদের জুটি বড় হতে দেননি রাসেল। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে চেয়েছিলেন রোহিত শর্মা। তবে ব্যাটের নিচের কানায় লাগায় মিড অনে হার্শিত রানার হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি ওপেনার।
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
১ ঘন্টা আগে
ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা রোহিত কলকাতার বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। ইনিংসের প্রথম ওভারে স্পেন্সার জনসনের বিপক্ষে ভুগলেও পরবর্তীতে জড়তা কাটিয়ে ব্যাটিং করতে থাকেন রিকেলটন। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৩ বলে। মুম্বাইয়ের জার্সিতে বাঁহাতি ওপেনারের এটি প্রথম হাফ সেঞ্চুরি। তিনে নেমে সুবিধা করতে পারেননি উইল জ্যাকস। ইংলিশ ব্যাটারকেও ফিরিয়েছেন রাসেলই।
ডানহাতি পেসারের প্রতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার গতির স্লোয়ার ডেলিভারিতে শর্ট মিড অফে রাহানের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রানের ইনিংস খেলা জ্যাকস। চারে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ের দিনে মাত্র ৯ বলে অপরাজিত ২৭ রান করেছেন ডানহাতি ব্যাটার। হাফ সেঞ্চুরি পাওয়া রিকেলটন অপরাজিত ছিলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে।