promotional_ad

নীতিশ-হাসারাঙ্গায় চেন্নাইকে ৬ রানে হারাল রাজস্থান

চেন্নাইয়ের বিপক্ষে ৮১ রান করেন নীতিশ রানা, ফাইল ফটো
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর রাজস্থান রয়্যালসের বিপক্ষেও হারল চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবারের খেলায় সাঞ্জু স্যামসন-রায়ান পরাগদের দলের বিপক্ষে ছয় রানে হারল রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।

promotional_ad

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ বলেই ফিরে যান রাচিন রবীন্দ্র। জফরা আর্চারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান রানের খাতা না খুলেই। অষ্টম ওভারের প্রথম বলে ফিরে যান রাহুল ত্রিপাঠীও। চেন্নাইয়ের হয়ে প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও ভালো করতে পারেননি রাহুল, ১৯ বলে ২৩ রান করেন তিনি।


আরো পড়ুন

ব্যাটিং উইকেটেও জিতল না চেন্নাই, হতাশ ধোনি

২ ঘন্টা আগে
ব্যাটিং উইকেটেও জিতল না চেন্নাই, হতাশ ধোনি, ফাইল ফটো

১০ বলে ১৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন শিভম দুবে। তারপর ছয় বলে ৯ রান করা বিজয় শঙ্করকেও বোল্ড করেন হাসারাঙ্গা। দলীয় ৯২ রানে চার উইকেট হারায় দলটি। তারপর চেন্নাইকে টেনে তোলেন রুতুরাজ।


অধিনায়ক ফেরেন ১৬ ওভারের শেষ বলে, ৪৪ বলে ৬৩ রান করে। হাসারাঙ্গার চতুর্থ শিকার হন তিনি। তারপর রবীন্দ্র জাদেজা আর মহেন্দ্র সিং ধোনি মিলে দলকে জেতানোর চেষ্টা করলেও পারেননি। ১১ বলে ১৬ রান করেন সাতে নামা ধোনি।


promotional_ad

২২ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন জাদেজা। চার বলে ১১ রানে অপরাজিত ছিলেন জেমি ওভারটন। শেষ ওভারে ২০ রান লাগলেও নিতে পারেনি চেন্নাই। স্যাম কারান, দীপক হুডাদের বাদ দিয়ে নামলেও জেতা হয়নি চেন্নাইয়ের।


আরো পড়ুন

১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়

২৯ এপ্রিল ২৫
বিসিসিআই

এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান নীতিশ রানা। ৩৬ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ২৮ বলে ৩৭ রান করেন পরাগ। সাঞ্জু স্যামসন ১৬ বলে ২০ এবং শিমরন হেটমায়ার ১৬ বলে ১৯ রান করেন।


চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ, নূর আহমেদ এবং মাথিশা পাথিরানা। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball