গুজরাটের বিপক্ষেও হারল মুম্বাই

ফ্র্যাঞ্চাইজি লিগ
গুজরাটের বিপক্ষেও হারল মুম্বাই
মুম্বাই-গুজরাটের ম্যাচের একাংশ, বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে এবারের আইপিএল শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে ৩৬ রানের ব্যবধানে। গুজরাটের দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৬০ রানে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা আউট হন মাত্র ৮ রান করে। আর রায়ান রিকেলটন আউট হয়েছেন ৬ রান করে। দুই ওপেনারকেই বিদায় করেছেন মোহাম্মদ সিরাজ।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে যোগ করেন ৬২ রান। আর তাতেই কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় মুম্বাই। তিলক ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। এরপর দ্রুত আউট হয়েছেন রবিন মিনজও। এরপর সূর্যকুমার ৪৮ রান করে আউট হয়ে গেলে মুম্বাইয়ের জয়ের আশা নিভে যায়।

হার্দিক ১৭ বলে ১১ রান করে আউট হলে মুম্বাইয়ের শেষ আশাও শেষ হয়ে যায়। এরপর তারা শুধু হারের ব্যবধান কমিয়েছে। গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট পান কাগিসো রাবাদা ও সাই কিশোর।

ঘরের মাঠ আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল আর শাই সুদর্শনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় গুজরাট। পাওয়ার প্লেতে এই দুই ব্যাটার রীতিমতো ছেলেখেলা করেছেন মুম্বাইয়ের বোলারদের নিয়ে। দুজনে প্রথম ৬ ওভারে তোলেন ৬৬ রান।

তাদের ৫১ বলের উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। আর তাতে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখে গুজরাট। ২৭ বলে ৩৮ করে ফিরে যান গিল। অধিনায়ক ফেরার পর জস বাটলারকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন সুদর্শন।

তাকে নিয়ে যোগ করেন ৩২ বলে ৫১ রান। বাটলারের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৯। ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া সুদর্শন। ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। শেষদিকে শেরফানে রাদারফোর্ডের ১১ বলে ১৮ রানের ইনিংসে ভর করে প্রায় দুশ রানের পুঁজি পেয়ে যায় গুজরাট।

যদিও শেষের দিকে তারা ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে। ১৮তম ওভারের শেষ বলে সুদর্শন ফিরে যাওয়ার পর ১৯তম ওভারের প্রথম দুই বলে আউট হন রাহুল তেওয়াতিয়া ও রাদারফোর্ড। এরপর আর দুশ পেরুনোর সুযোগ পায়নি গুজরাট।

মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান ও সত্যানারায়ানা রাজু। 

আরো পড়ুন: আইপিএল