দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে হায়দ্রাবাদ

ছবি:

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ নিজেদের পঞ্চম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে মাহেন্দ্রা সিং ধোনির দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন হায়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন। এদিকে আজ একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে হায়দ্রাবাদ বলে নিশ্চিত করেছেন অধিনায়ক উইলিয়ামসন।
ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন বিলি স্ট্যানলেক। ফলে সাইড লাইনে ফিরে যেতে হয়েছে ক্রিস জর্ডানকে। অপরদিকে পাঞ্জাবের বিপক্ষে আগের ম্যাচে ইনজুরিতে পরা ওপেনার শিখর ধাওয়ানের বদলী হিসেবে আজ খেলছেন রিকি ভুই।

পরিবর্তন এসেছে চেন্নাইয়ের একাদশেও। আজ ইমরান তাহির পুরোপুরি ফিট না হওয়ার কারণে তাঁর পরিবর্তে দলে এসেছেন স্বদেশী ফাফ ডু প্লেসিস।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ-
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউল, ইউসুফ পাঠান।
চেন্নাই সুপার কিংস একাদশ-
শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, মাহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দূল ঠাকুর।