সাইফ-আফিফদের সহজ জয়

ছবি:

খেলাঘরকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের তৃতীয়তে উঠে এল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। উদয় কাউলের সেঞ্চুরিতে শাইনপুকুরের দেয়া ২৯৫ রানের স্কোর তাড়া করতে নেমে ২০৬ সালে অল আউট হয়েছে খেলাঘর।
খেলাঘরের এক মাত্র রাফসান আল মাহমুদের ৬২ ও অমিত মজুমদারের ৪৩ রান ছাড়া কেউই লড়াই করতে পারেনি। ব্যাট হাতে দাপট দেখানোর পর শাইন পুকুরের বোলাররাও খেলাঘরের উপর ছড়ি ঘুরিয়েছে।
দুই অলরাউন্ডার সাইফউদ্দিন ও আফিফ দুইটি করে উইকেট নিয়েছেন। তবে দিনের সেরা বোলার ছিলেন রাইহান উদ্দিন। মিডেল অর্ডারে তিন উইকেট শিকার করেছেন তিনি।

এর আগে উদয় কাউলের দুর্দান্ত সেঞ্চুরি শাইনপুকুরকে বড় পুঁজি এনে দেয়। ১৩৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন এই ভারতীয়। এছাড়া আফিফ চল্লিশ ঊর্ধ্ব রানের ইনিংস খেলেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, আফিফ হোসেন, তৌহিদ রিদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি টিমঃ
নাফিজ ইকবাল (অধিনায়ক), নাজিমুদ্দিন, মইনুল ইসলাম, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ সাদ্দাম, মাহিদুল ইসলাম অংকন, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, তানবির ইসলাম, আল মিনারিয়া।