উদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় স্কোরে আফিফরা

ছবি:

খেলাঘরের বিপক্ষে বড় স্কোরের দেখা শাইনপুকুর। উদয় কাউলের সেঞ্চুরি ও আফিফ হাসানের চল্লিশ ছাড়ানো ইনিংস শাইনপুকুরকে ২৯৪/৭ রানের পুঁজি এনে দিয়েছে। উদয় কাউলের ব্যাট থেকে এসেছে ১৩৬ বলে ১৩৭ রানের নজরকাড়া ইনিংস।
শুরুতে টসে হেরে পরে ব্যাট করা শাইনপুকুরের দুই ওপেনার সাব্বির ও সাদমান মাঝারি মানের ইনিংস সাজঘরে ফিরে যায়। তবে তিন নম্বরে নামা ভারতীয় উদয় কাউলের ফিফটি শাইন পুকুরকে সঠিক পথে ফেরায়।
মিডেল ওভারে যুব বিশ্বকাপে সেঞ্চুরি করা তৌহিদ হৃদয়ের সঙ্গ পান তিনি। তবে এক প্রান্ত ধরে রেখে খেলে গেছে উদয়। বলের সাথে পাল্লা দিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি।
২৬তম ওভারে তৌহিদের আউট হওয়ার পর আফিফকে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন উদয়। শেষ দশ ওভারে রান তাড়া করতে আফিফ (৪৩ বলে ৪৩ রান) আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন উদয়।

১৩৬ বল খেলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ভারতীয়। মূলত তার ম্যারাথন ইনিংসে ভর করেই ৫০ ওভারে সাত উইকেটে ২৯৪ রানের বড় পুঁজি পায় শাইনপুকুর।
খেলাঘরের হয়ে উইকেট পেয়েছেন বিপিএলে নজরে আসা পেসার সাদ্দাম হোসেন। দুটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মইনুল ইসলাম দুই উইকেট শিকার করেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, আফিফ হোসেন, তৌহিদ রিদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি টিমঃ
নাফিজ ইকবাল (অধিনায়ক), নাজিমুদ্দিন, মইনুল ইসলাম, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ সাদ্দাম, মাহিদুল ইসলাম অংকন, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, তানবির ইসলাম, আল মিনারিয়া।