সৌম্যর পর আল আমিন

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) বল হাতে শুরুটা ভালো হয় নি সৌম্য সরকারের দল অগ্রণী ব্যাংক ক্লাবের। মোহামেডানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে জনি তালুকদার ও রনি তালুকদারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মুখে পড়ে রাজ্জাক-সৌম্যরা।
ব্যাটিং পাওয়ারপ্লেতে ৭ করে রান তুলছিল এই দুই ওপেনার। দুই ফ্রন্ট লাইন বোলার শফিউল ও আল আমিনে সাফল্য না পেয়ে থার্ড পেসার হিসেবে খেলা সৌম্যকে বল তুলে দেন রাজ্জাক।
নিরাশ করেননি তিনিও। নিজের করা তৃতীয় ওভারে এসেই ফিরিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠা রনি তালুকদারকে। ব্যাটিং পাওয়ারের শেষ ওভারে ২৮ বল খেলে তিন চারের সাহায্যে ২৬ রান করে কিপার ধিমান ঘোষের হাতে ক্যাচ তোলেন তিনি।
সেখানেই থামলেন না জাতীয় দলের এই ক্রিকেটার। এবারের আসরে ফর্মে থাকা মোহামেডানের অধিনায়ক শামসুর রহমান শুভর ইনিংস লম্বা হতে দেন তিনি। ১২তম ওভারে এসে ১ রানে শুভকে ধিমান ঘোষের ক্যাচ বানিয়ে ছাড়েন তিনি।

চাপের মুখে বড় ইনিংস খেলার চাপ ছিল উইকেটে জমে যাওয়া জনি তালুকদারের উপর। কিন্তু সেটা হতে দেয়নি ইসহাক। ১৩তম ওভারে মোহামেডানের ওপেনারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি।
৪৩ রান করেই ফিরতে হয় তাকে। উপরের সারির উইকেট দ্রুত হারিয়ে বিপদে পড়ে মোহামেডান। সেখানেই মতিঝিল পাড়ার দলটিকে চেপে ধরে অগ্রণী ব্যাংক। প্রথম স্পেলে উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলে এসে আমিনুলকে ১৭ রানে বিদায় করেন আল আমিন।
এখন পর্যন্ত মোহামেডানের স্কোর ২৮ ওভারে ১৫০ রান চার উইকেটে। ক্রিজে আছেন রকিবুল হাসান ও বিপুল শর্মা।
অগ্রণী ব্যাংকঃ
সৌম্য সরকার, আব্দুর রাজ্জাক, আজমির আহমেদ, শাহরিয়ার নাফিস, জাহিদ জাবেদ, রাফাতুল্লাহ মোহাম্মদ, ধিমান ঘোষ, সালমান হোসাইন, আল আমিন হোসাইন, শফিউল ইসলাম, মোহাম্মদ ইসহাক।