সাকিব-মুস্তাফিজদের আইপিএল নিলাম জানুয়ারিতে

ঘরোয়া
সাকিব-মুস্তাফিজদের আইপিএল নিলাম জানুয়ারিতে
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

আগামী বছরের এপ্রিলে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসর। আর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে জানুয়ারির ২৭-১৮ তারিখে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন সর্বাধিক ক্রিকেটার নিয়ে এবারের আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও ব্যাঙ্গালুরুতেই হবে নিলামটি। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, 

'সর্বাধিক ক্রিকেটার নিয়ে এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দ অনুযায়ী প্রতি আসরের মতো এবারও নিলামটি ব্যাঙ্গালুরুতেই হবে।' 

কিছুদিন আগে কোনো দল যেন তিনজনের বেশি ক্রিকেটার ধরে রাখতে না পারে, সে প্রস্তাব উত্থাপন করা হয়েছিলো। তবে ব্যাপক আলোচনার পর শেষ পর্যন্ত সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটার ধরে রাখার অনুমতি প্রদান করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

আর রেখে দেয়া ক্রিকেটারদের তালিকা আগামী ৪ঠা জানুয়ারির মধ্যে জমা দিতে হবে প্রত্যেক দলকে। পাশাপাশি প্রত্যেক দল খেলোয়াড় নিতে খরচ করতে পারবে সর্বোচ্চ ৮০ কোটি রুপি বলে নিয়ম করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

গত কয়েক আসর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও তাঁকে ধরে রাখতে পারে কলকাতা কর্তৃপক্ষ। অপরদিকে বাংলাদেশ দলের পেস তারকা মুস্তাফিজুর রহমানও ডাক পেয়েছিলেন গত দুই আইপিএল আসরে।

প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক আইপিএলেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও। আর তাই সর্বশেষ আসরেও তাঁর ওপর আস্থা রেখেছিলো হায়দ্রাবাদ। তবে মাত্র হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।       

উল্লেখ্য আগামী বিপিএল আসরে মোট আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আইপিল-১১। এই আট দলের মধ্যে নির্বাসন কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসও রয়েছে। 

আরো পড়ুন: this topic