দিনের সেরা তারকাঃ- জনসন চার্লস

দেশ · ওয়েস্ট ইন্ডিজ
দিনের সেরা তারকাঃ- জনসন চার্লস
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনালে পৌঁছে গিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নামবে রংপুর। মঙ্গলবার দিনই মুখোমুখি হচ্ছে এই দুই দল। এদিকে আজকের দিনটি ছিল কোয়ালিফায়ার-২ য়ের রিজার্ভ ডে।

দিনের একমাত্র এই খেলায় দিনের সেরা তারকা নির্বাচন করতে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। কেননা একজন জনসন চার্লসের কাছেই ম্যাচটি হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ক্যারিবিয়ান এই দানব সোমবারের ম্যাচটিতে সাতটি ছক্কা এবং নয়টি চারে ৬৩ বলে ১০৫* রান করেছেন। হয়েছেন ম্যাচ সেরাও। এই আসরে স্বদেশী ক্রিস গেইলের পরে দ্বিতীয় সেঞ্চুরিটি হাঁকিয়েছেন তিনি।

এদিকে এদিন ব্রেন্ডন ম্যাককালামও ৪৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ম্যাককালামের পারফর্মেন্স যেন আরও উজ্জ্বল ছিল এই ম্যাচে। তার ৭৮ রানের ইনিংসে চারের সংখ্যা মাত্র একটি! অথচ ছয় মেরেছেন নয়টি। তবে সবকিছু ছাপিয়ে দিনের সেরা তারকা জনসন চার্লস। 


আরো পড়ুন: this topic