১০ ম্যাচের সিরিজ হলে ১০-০ ব্যবধানে হারতো অস্ট্রেলিয়া: হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

৮ মিনিট আগে
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

টানা দুই টেস্টে হেরে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে ২-০ তে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এমন পারফরম্যান্সের পর অজিদের সমালোচনায় পড়তে হয়েছে। ভারতের সাবেক স্পিনার হভজন সিং তো বলেই দিলেন ১০ ম্যাচের সিইরজ হলে ১০-০ ব্যবধানে হারত অস্ট্রেলিয়া।


প্রহতম দুই টেস্টেই ভারতের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পন করতে হয়েছে অজি ব্যাটারদের। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি প্যান কামিন্সের দল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই দুজনেই অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়েছেন।


promotional_ad

অথচ অশ্বিনকে মোকাবেলা করতে সিরিজ শুরুর আগে মহেশ পিথিয়া নামের এক ভারতীয় তরুণকে ডেকে নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া দলের অনুশীলনে। যার বোলিং অ্যাকশন ছিল অবিকল অশ্বিনের মতো। এতেও কোনো কাজ হয়নি। এমন দুর্দশার জন্য অস্ট্রেলিয়ার নেতিবাচক মানসিকতাকে দায়ী করেছেন হরভজন।


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

১৫ ঘন্টা আগে
আইসিসি

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দল অনুশীলনে নকল অশ্বিনের বিপক্ষে প্রস্তুতি নিয়েছিল। আমার মনে হয়, এই অস্ট্রেলিয়া দলই নকল। তাদের মানসিকতা এমন যে তারা নেতিবাচক কিছু ছাড়া ভাবতেই পারছে না। নিজেদের মধ্যে তারা এতটাই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে যে ম্যাচ শুরুর আগেই হেরে যাচ্ছে। আমার মনে হয় না তারা এ সফরের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। তাদের পারফরম্যান্স দেখুন, মনে হয়, শুধু আউট হওয়ার প্রস্তুতিটাই নিয়ে এসেছে।’


ভারতের মাটিতে সিরিজ জয়ের আশা নিয়েই পা রেখেছিল অস্ট্রেলিয়া। লক্ষ্য ছিল ২০০৪ সালের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়। যদিও সিরিজ জয়ের সুযোগ নেই আর। পরের দুই টেস্ট জিতে ড্র করতে পারলেই সন্তুষ্ট হতে পারে অজিরা।


হরভজন তো ভবিষ্যদ্বাণী করেই দিয়েছেন বাকি দুই টেস্টেও নাকি হারবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে ভারত ৪-০ ব্যবধানেই জিততে যাচ্ছে। ১০ ম্যাচের সিরিজ হলেও ভারত ১০-০ ব্যবধানে জিতত। অস্ট্রেলিয়ার এই দলের মধ্যে ওই আগ্রাসনটা নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball