ঘরোয়া ক্রিকেটে ভালো করেই ফিরতে হবে মোসাদ্দেককে

promotional_ad

চোখের সংক্রামণ কাটিয়ে বিপিএলের শেষ আসরেই মাঠের ক্রিকেটে ফিরেছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। যদিও, ব্যাটে বলে এই জনপ্রিয় আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


দেশি-বিদেশি তারকাদের ভীরে ঢাকা ডায়নামাইটসের টপ অর্ডারে জায়গা হয়নি তার। সব ম্যাচেই খেলেছেন নিচে। সেখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক। ৯ ইনিংসে ব্যাট করে মোটে রান করেছেন ৬৪।


promotional_ad

এমন সাদামাটা পারফরমেন্সের পর বাংলাদেশ দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা হয়নি এই সম্ভাবনাময় ক্রিকেটারের। ফলে, জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে এই টাইগার ক্রিকেটারের।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডারকে জাতীয় দলে ফিরতে হবে। গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে শেষ দেশের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক।


চোখের সংক্রমণের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি তার। সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় মিস করেছেন দক্ষিণ আফ্রিকা সফরও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়ছে মোসাদ্দেকের।


মোসাদ্দেকের বাদ পড়া প্রসঙ্গে নান্নু বলেন, “দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দলের সঙ্গে নেই মোসাদ্দেক। চোখের সমস্যা কাটিয়ে ও বিপিএল খেলেছে। সেখানে ‘আপটু দ্য মার্ক’ ছিল না। ও সবারই পছন্দের খেলোয়াড়। আশা করি, বিসিএলে নিজেকে মেলে ধরে আবারো ফিরতে পারবে।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball