তাড়াহুড়ো করতে নারাজ পাপন

বাংলাদেশ
তাড়াহুড়ো করতে নারাজ পাপন
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

প্রধান কোচ নির্বাচনের ব্যাপারে কোনো প্রকার তাড়াহুড়ো করতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বরঞ্চ ধীরে সুস্থে সময় নিয়ে পরবর্তী কোচ নির্বাচন করার লক্ষ্য তাঁর।  

বুধবার বিসিবি সভাপতি মিডিয়ার সঙ্গে আলাপকালীন সময়ে জানিয়েছেন, "আমরা বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। সামনের যে সিরিজ আছে, সেটার আগেই কোচ নিতে হবে,

এমন কোনো তাড়াহুড়া নেই। এটা আগেও বলেছি। এই সিরিজটা নিজেরাই সামলে নেবো। কোচ নিয়োগের প্রক্রিয়াটা চলছে। এর মধ্যে হয়ে গেলে ভালো। সময়ের ব্যাপার এসব।"

উল্লেখ্য, চন্ডিকা হাথুরুসিংহে বিদায় নেওয়ার পরে কোচ হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছিলেন রিচার্ড পাইবাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা দিয়ে ফিরে গেছেন তিনি। 

এরপরে এসেছেন ক্যারিবিয়ান বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্স। তিনিও ফেরত গিয়েছেন পরীক্ষা দিয়ে। তবে এই দুজন কোচেই সীমাবদ্ধ নয় বিসিবি। আরও অনেকের সঙ্গেই কথা চলছে তাদের। এসব ব্যাপারে পাপনের বক্তব্য,

"প্রধান কোচ এখনো চূড়ান্ত হয়নি, কাকে চূড়ান্ত করা হবে সেটা এখনো অনিশ্চিত, দুজনের ইন্টারভিউ হয়ে গেছে। এ ছাড়া আরো কয়েকজনের সঙ্গে কথা চলছে। যারা বিভিন্ন জায়গায় কাজ করছে। সেই কাজ শেষ হওয়ার আগে তারা আসতে পারছেন না।"  

আরো পড়ুন: this topic