আবারও সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

স্পিনার শেখ মেহেদী এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন। একই চিত্র তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবেরও। বাংলাদেশের দুজন পেসারই এক ধাপ করে পিছিয়ে গেছেন। যেখানে তাসকিন ২৮ এবং তানজিম আছেন ৩৮ নম্বরে। তবে শেষ ম্যাচে না খেললেও আগের মতই ২০ নম্বরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটারদের মধ্যে বেশ কয়েকজনের অবনতি হয়েছে।
ইমন ও মুস্তাফিজ থাকলে আরও লড়াই করতো বাংলাদেশ, দাবি রমিজের
২৫ জুলাই ২৫
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহীদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে শেষ টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন।

পাকিস্তান সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৬ নম্বরে। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রাখায় সিরিজসেরা হয়েছেন জাকের আলী অনিক। তবে শেষ টি-টোয়েন্টিতে ভালো করতে না পারায় ৬ ধাপ পিছিয়ে গেছেন। ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। অবনতি হয়েছে পারভেজ হোসেন ইমনেরও। তিন ধাপ পেছানো বাঁহাতি ওপেনার ৬৬ নম্বরে।
যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান
১৪ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ট্রাভিস হেড। ক্যারিবীয় সফরে না থাকায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার। এক ধাপ পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। সেই সুযোগ শীর্ষে উঠে গেছেন অভিষেক শর্মা। ভারতের তরুণ ওপেনার ব্যাটার হেডের চেয়ে এগিয়ে আছেন ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন তিনি।
টেস্টে আগের মতোই শীর্ষে আছেন জো রুট। ছন্দে ফেরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট। ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিস, টেম্বা বাভুমা ও ঋষভ পান্তের উন্নতি হলেও অবনতি হয়েছে ইয়াশভি জয়সাওয়াল। ম্যানচেস্টারের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন ভারতের এই ওপেনার। তিন ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন বেন স্টোকস।