লিটনকে বাদ দিয়ে শামীমকে খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ধরেই ওয়ানডে ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ। দেশের মতো ব্যাটার লিটনের ব্যাটও হাসছে না অনেকদিন ধরেই। ৫০ ওভারের ক্রিকেট ব্যাট হাতে ছন্দে না থাকায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে দুবাই ও পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না লিটন। জাতীয় দলে জায়গায় হারানোর পর গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএল খেলেছেন ডানহাতি এই ব্যাটার।
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
ঘরোয়া ক্রিকেটেও অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি একদমই। তবুও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ফেরানো হয় তাকে। নিজের খেলা সবশেষ ৬ ওয়ানডেতে মাত্র ৭ রান করেও স্কোয়াডে সুযোগ পাওয়ায় প্রশ্ন উঠেছিল দল নির্বাচন নিয়ে। ৬ ম্যাচের তিনটিতে ডাক মারা লিটনকে দলে নেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় তাকে বিবেচনা করেছেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসর নেয়ায় তাদের জায়গায় মিডল অর্ডারে বিবেচনা করা হয় লিটন ও মিরাজকে। পুরো সিরিজেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। প্রথম ম্যাচেই ডাক মেরে বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন। লিটন বদলি হিসেবে খেলা শামীম দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ভালো শুরু পাওয়া বাঁহাতি ব্যাটার ২২ রান করেছিলাম।

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
৪ ঘন্টা আগে
পাশাপাশি বোলিংয়ে ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছিলেন চারিথ আসালাঙ্কার উইকেট। সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে ১২ রান করা ডানহাতি স্পিনার ৩০ রানে নিয়েছেন সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসের উইকেট। সিরিজ শেষে মিরাজ জানালেন, ষষ্ঠ বোলারের প্রয়োজনের কারণেই লিটনকে বাদ দিয়ে শামীমকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
মিরাজ বলেন, ‘দেখুন—আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম সেটা দলের কম্বিনেশনের জন্য। আমরা লিটনের জায়গায় শামীম পাটোয়ারীকে খেলিয়েছিলাম এবং ওইখানে আমাদের একজন ষষ্ঠ বোলার প্রয়োজন ছিল। এজন্য আমরা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে শামীমকে খেলিয়েছিলাম।’
বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে নিয়ে যাওয়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিম ইকবালের অন্তত একজনকে ছাড়া ২০ বছর পর এবারই প্রথম ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ফিল সিমন্সের শিষ্যরা হেরেছে ২-১ ব্যবধানে। মিরাজ মনে করেন, দলটা যেহেতু তরুণ তাই তাদের সুযোগ দিলে একদিন হয়ত তারা ভালো খেলবে।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’