বাংলাদেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে ওপরে ওঠাতে চান হেসন

গণমাধ্যমে কথা বলছেন মাইক হেসন, ফাইল ফটো
নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পাকিস্তান দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন মাইক হেসন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে জিততে চান তিনি।

promotional_ad

হেসনের মূল লক্ষ্য দলকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়া। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে আট নম্বরে আছে পাকিস্তান, বাংলাদেশ আছে এরপরই।


আরো পড়ুন

বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ পাকিস্তান কোচের

১৭ আগস্ট ২৫
ফাইল ছবি

এ ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে সঠিকভাবে প্রস্তুত করতে চান হেসন। সোমবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান তিনি।


হেসন বলেন, 'আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করতে চাই। ওদের বিপক্ষে ভালো পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দেবে এবং একই সঙ্গে র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাবে। ওরা শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না।'


promotional_ad



আরো পড়ুন

সেদিকউল্লাহ-ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

২০ ঘন্টা আগে
সেদিকউল্লাহ-ইব্রাহিমের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল আফগানিস্তান, ফাইল ফটো

আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি বুদ্ধিদীপ্ত খেলার ওপর জোর দিয়েছেন কিউই এই কোচ, 'আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই, তবে সেই সঙ্গে স্মার্ট ক্রিকেটও খেলতে হবে। কেমন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা পরিষ্কারভাবে জানি। শুধু আক্রমণ নয়, বুদ্ধি খাটিয়ে খেলা গুরুত্বপূর্ণ।'


গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই জিতে বাংলাদেশ। সেই সিরিজে পাকিস্তান দলের দায়িত্বে না থাকলেও বাংলাদেশের পেস বোলারদের অসাধারণ বোলিং নজর কেড়েছে তার।


বাংলাদেশকে সম্মান জানিয়ে হেসন বলেন, 'বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিপক্ষ। তাদের আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়েই শুরু হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতি।'


'তাদের (বাংলাদেশি) পেসাররা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। তারা স্পিনারদের ওপর নির্ভরশীল নয়। তারা অনেকটা এগিয়ে। কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball