‘এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে’, টস বিতর্ক নিয়ে লিটন

লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেও কিছু প্রশ্ন রেখে দিলো বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় টাইগাররা। সহজে জিতে গেলেও নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত খর্ব শক্তির দলের বিপক্ষে বাংলাদেশের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

promotional_ad

আগের ম্যাচে গণমাধ্যম সামলাতে আসা তানজিদ হাসান তামিম অবশ্য টসের দায় নেননি। সেই দায়ভার তিনি ছাড়েন টিম ম্যানেজমেন্টের ওপর। সিরিজের শেষ ম্যাচে লিটন দাস 'দায়টা' নিলেন ভালোভাবেই। নেদারল্যান্ডসকে 'ভালোভাবে' হারানোর লক্ষ্যেই প্রথম দুই ম্যাচে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক।


আরো পড়ুন

নেতা যখন পারফর্ম করে না, দল মানসিকভাবে ভেঙে পড়ে: লিটন

৩ ঘন্টা আগে
সিরিজ জয়ের ট্রফি হাতে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য একটু লড়াই করতে পেরেছিল নেদারল্যান্ডস দল। ২০ ওভারে তারা করে আট উইকেটে ১৩৬ রান। জবাবে তানজিদ হাসান তামিমের ২৪ বলে ২৯, লিটন দাসের ২৯ বলে অপরাজিত ৫৪, সাইফ হাসানের ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে বাংলাদেশ।


দ্বিতীয় ম্যাচে লড়াইও করতে পারেনি নেদারল্যান্ডস। খেলতে পারেনি পুরো ২০ ওভারও। ১৭.৩ ওভারে দলটি করে ১০৩ রান। জবাবে তানজিদের ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে ১৩.১ ওভারে ম্যাচ জিতে বাংলাদেশ, নিশ্চিত করে সিরিজও।


promotional_ad

এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিং না করায় কিছুটা সমালোচনা সহ্য করতে হয়েছে টাইগারদের। সিরিজের শেষ ম্যাচে অবশ্য বৃষ্টি বাধা দেয়ার আগপর্যন্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ব্যাটিং পেয়েছেন অনেকেই।


আরো পড়ুন

সিরিজ হেরেও বিশ্বকাপের ‘ভালো প্রস্তুতির’ তৃপ্তি পাচ্ছে নেদারল্যান্ডস

২ ঘন্টা আগে
নেদারল্যান্ডস দল, ক্রিকফ্রেঞ্জি

লিটন বলেন, 'ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি উন্নতি করেছে। এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাটিং করতে হবে। এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং এমন না যে এশিয়া কাপেই, সবসময়ই ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো লক্ষণ যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয়নি প্রথম দুই খেলায়। আজকে অনেকজনই ব্যাটিং করেছে।'


অপেক্ষাকৃত ছোটো দল নেদারল্যান্ডসকে অবশ্য একেবারেই ছোটো করে দেখছেন না লিটন, 'ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল, প্রত্যেকটা ভালো দল। সো আপনাকে সেইম সম্মান করতে হবে এবং আমরা ওই সম্মান দিয়ে ক্রিকেট খেলি। আমরা চেষ্টা করি আমাদের কিভাবে প্রতিদিন উন্নতি করা যায়।'


তৃতীয় ম্যাচে ১৮.২ ওভার ব্যাটিং করে বাংলাদেশ করেছে চার উইকেটে ১৬৪ রান। ৪৬ বলে ৭৩ রান করেন লিটন নিজেই। এ ছাড়া জাকের আলী ১৩ বলে ২০ এবং নুরুল হাসান সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।


ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া নিয়ে লিটন বলেন, 'আবহাওয়ার উপরে তো কারো হাত নেই। গেমে যতটুকু পাওয়ার ছিল, ব্যাটিং দল হিসেবে আমরা মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট দুই গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অভিয়েসলি বোলাররা বল করতে পারলে ভালো হতো, বাট ওটা আমাদের নিয়ন্ত্রণে নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball