promotional_ad

বাংলাদেশকে আবারও কঠিন সময় দিয়ে সিরিজ জিততে চায় আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগালেও অনভিজ্ঞতার কারণে বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বাগতিকদের পথ দেখালেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কের ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছেন তিনি। অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আরও কঠিন সময় উপহার দিয়ে সিরিজ জিততে চায় স্বাগতিকরা।

promotional_ad

শারজাহ ত্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ৩৩ বলে ৫৯, লিটন দাসের ৩২ বলে ৪০, তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসে দুইশ পার করা পুঁজি পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে ২০৫ রানের পুঁজি পেলেও বোলিংয়ে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ওয়াসিমের ব্যাটে জয়ের পথেই হাঁটতে থাকে সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ১০৭ রান তোলেন ওয়াসিম ও মুহাম্মদ জুহাইব। যদিও বাংলাদেশের হাতেই ছিল ম্যাচ।


আরো পড়ুন

২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’

২ ঘন্টা আগে
বাংলাদেশ ‘এ’ দল, ক্রিকফ্রেঞ্জি

শেষ দুই ওভারে ২৯ রান প্রয়োজন ছিল সংযুক্ত আরব আমিরাতের। এমন সময় বোলিংয়ে এসে ১৭ রান দেন শরিফুল ইসলাম। অথচ বাঁহাতি এই পেসার নিজের প্রথম তিন ওভারে দিয়েছিলেন মাত্র ১৭ রান। শেষ ওভারে যখন ১২ রান দরকার তখন তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক। এক বল বাকি থাকতেই ১২ রানের সমীকরণ মিলিয়ে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। যেকোন সংস্করণে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয় তারা।


সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশকে কঠিন সময় দিয়ে সিরিজ জিততে চান আসিফ খান। সংযুক্ত আরব আমিরাতের এই ক্রিকেটার ম্যাচ শেষে বলেন, ‘এখানে শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ, বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ—


promotional_ad

আমরা চেষ্টা করবো তাদের আবারও কঠিন সময় দেয়া এবং সিরিজ জিতে নেয়ার জন্য।’


আরো পড়ুন

হারের দায় শিশিরকে দিলেন লিটন

১২ ঘন্টা আগে
হারের দায় শিশিরকে দিলেন লিটন দাস, ফাইল ফটো

বাংলাদেশের আগেও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের অভিজ্ঞতা আছে সংযুক্ত আরব আমিরাতের। ২০২৩ সালের আগষ্টে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে তারা। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে আফগানিস্তানকে হারায় ওয়াসিমরা। শারজাহতে নিয়মিত টি-টেন ও টি-টোয়েন্টি খেলার কারণে কাজটা সহজ হয়েছে বলে জানান আসিফ।


তিনি বলেন, ‘আমরা এর আগে দুইটা টেস্ট খেলুড়ে দেশ অফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়েছি। টি টোয়েন্টিতে আমরা খুবই ভালো একটা দল। কারণ এই মাঠে আমরা নিয়মিত টি-টেন আর টি টোয়েন্টি খেলি। আর সেজন্য আমরা নিউজিল্যান্ডকে হারাতে পেরেছি।’


টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগের স্বপ্ন দেখছেন আসিফ। তিনি বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ.. আমাদের তরুণদের জন্য এটা খুবই ভালো অভিজ্ঞতা—আমাদের জন্যও ভালো। কারণ, আপনি যখন এমন দলের বিপক্ষে পারফর্ম করবেন তখন আপনার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়ার সুযোগ তৈরি হবে। তাই আমার মনে হয় এটা খুবই প্ল্যাটফর্ম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball