অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

বাংলাদেশ
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তামিম ইকবাল। লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য ২৪ মার্চই সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে স্বাভাবিক দিনের মতোই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে টস করে ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। তবে ফিল্ডিং করার এক পর্যায়ে বুকে ব্যথা অনুভব করায় মাঠ থেকে বেরিয়ে ড্রেসিং রুমে চলে যান বাঁহাতি ওপেনার। পরবর্তীতে বিকেএসপির অদূরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে গিয়ে ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করান মোহামেডানের অধিনায়ক। 

কিছুটা সমস্যা দেখা দিলেও ঢাকায় ফেরার উদ্দেশ্যে হেলিকপ্টার কল করে বিকেএসপি ফিরে যান তামিম। তবে ঢাকায় ফেরার জন্য হেলিকপ্টারে উঠতে যাওয়ার আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তিনি। ফলে দ্রুততার সঙ্গে আবারও সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জ্ঞান হারিয়ে ফেলা তামিমকে  ‘সিপিআর’ দেয়ার পাশাপশি ‘ডিসি শক’ দেয়া হয়।

এনজিওগ্রাম করানোর পর ‘লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি’তে শতভাগ ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। রিং পরানোর ঘণ্টা দুয়েক পর তামিমের জ্ঞান ফেরে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বড় ভাই নাফিস ইকবাল, চাচা আকরাম খানও ততক্ষণাৎ পৌঁছে যান সেখানে। 

আপাতত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। যদিও বর্তমানে সুস্থ আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরিবারের সবার সঙ্গে কথা বলার পাশাপাশি খাওয়া-দাওয়ায় করছেন তিনি। আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তামিম। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে ক্রিকেটে ফিরতে পারেন তিনি। 

এ প্রসঙ্গে কেপিজি বিশেষায়িত হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।’

আরো পড়ুন: সাকিব আল হাসান