
আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত
তিন ফাইনাল, দুই শিরোপা! আইসিসির সবশেষ তিন টুর্নামেন্টে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে আইসিসির টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিততো তারা। কয়েক বছরের ব্যবধানে তিনটা ফাইনাল খেলা এবং দুটি টুর্নামেন্ট জেতার কাজটা যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে জানিয়েছেন, আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য।