
বিসিবি রাজশাহীর মালিকানা না নিলে খেলতে চান না ক্রিকেটাররা
‘সে টাকা দেয়ার লোক না!’ বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার ইস্যুতে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে নিয়ে এভাবেই বললেন দলটির এক ক্রিকেটাররা। বারবার সময় নিয়েও টাকা দিতে না পারায় মালিকপক্ষের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তারা। এমন অবস্থায় বিসিবিকে রাজশাহীর মালিকানা নেয়ার অনুরোধ করেছেন দলটির ক্রিকেটারা। তা নাহলে সেরা চারে উঠলেও ম্যাচ খেলবেন না তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা।