কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিসিবির

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইফতেখার রহমান মিঠু, ক্রিকফ্রেঞ্জি
পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ না খেলার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমনটাই ছিল গুঞ্জন। তবে শেষ পর্যন্ত দেশি ক্রিকেটাররা চেক বুঝে পেলেও বিদেশি ক্রিকেটারদের দরজায় টাকা কড়া নাড়লেও তারা সাড়া দেননি।

promotional_ad

এমন অবস্থায় ১১ জন দেশি ক্রিকেটার নিয়েই মাঠে নামতে হয় রাজশাহীকে। এমন ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে। বিপিএলের বাইলজ অনুযায়ী অন্তত দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার নিয়ম রয়েছে।


আরো পড়ুন

হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান

২৯ জুলাই ২৫
চান্ডিকা হাথুরুসিংহে ও নুরুল হাসান সোহান

শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়াতে সেই নিয়ম শিথিল করা হয়েছে রাজশাহীর জন্য। ম্যাচ হলেও এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। হতাশা প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।


তিনি রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা...। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।'


promotional_ad

কঠিন সিদ্ধান্তের ঘোষণা দিয়ে মিঠু বলেছেন, 'এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।'


আরো পড়ুন

পারিশ্রমিক পরিশোধের জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে রাজশাহী

৮ ফেব্রুয়ারি ২৫
এবার আর চেক বাউন্স হয়নি, টাকাই পাননি ক্রিকেটাররা, ফাইল ফটো

পারিশ্রমিক নিয়ে বিপিএলের প্রায় শুরু থেকেই আলোচনায় রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। তবে এমন পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আগে কল্পনাও করেনি বিসিবি। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে রাজশাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।


মিঠু বলেন, 'এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার।'


তিনি আরও যোগ করেছেন, 'বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball