
সভাপতি বুলবুলের ১২ হাজার টাকার বাসায় থাকা কতটা যুক্তিসঙ্গত, প্রশ্ন ইমরুলের
পুরান ঢাকার গেন্ডারিয়ায় জন্ম ও বেড়ে ওঠা আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেট ক্যারিয়ারের পুরোটা সময়ই সেখানে কাটিয়েছেন তিনি। তবে পেশাদার ক্রিকেট ছাড়ার পর অস্ট্রেলিয়াতে পাড়ি জমান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। মাঝে ডিপিএলে কোচিং করাতে এলেও বাংলাদেশে স্থায়ী হয়ে উঠেননি তিনি। বরং স্ত্রী-সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়াতেই জীবনযাপনের জন্য মনস্থির করেন বুলবুল। অস্ট্রেলিয়াতে থাকা অবস্থাতেই এসিসি ও আইসিসিতে চাকরি করেছেন তিনি।