
জ্বলে ওঠার আগেই নিভে গেল প্রান্তিক প্রদীপ
সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট! নীলক্ষেতের মোড়ে দাঁড়িয়ে প্রান্তিক নওরোজ নাবিলের খোঁজ করতে হলো। একদিন আগেই ফোনালাপ হওয়ায় কোথায় দেখা করতে হবে সেটার খানিকটা ধারণা পেয়েছিলাম। হোয়াইটঅ্যাপে বার্তা দিতেই ওপাশ থেকে প্রান্তিক নওরোজ বললেন, ‘ভাই, সামাজিক বিজ্ঞান অনুষদের পাশে মধুর ক্যান্টিনে চলে আসুন।’ বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ক্রিকেট শুরু করা একজনের সাক্ষাৎকার পেতে সেটা না করে উপায় কী।