
পাকিস্তানের স্পিন আক্রমণের প্রশংসা করে ওয়াসিমকে খোঁচা মাঞ্জরেকারের
পেস বোলারদের আঁতুড়ঘর ধরা হয় পাকিস্তানকে। তবে দেশটির হয়ে অনেক কিংবদন্তি স্পিনারও উঠে এসেছেন। সাম্প্রতিক সময়ে পেসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করছেন পাকিস্তানের স্পিনাররাও। ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে তাই পাকিস্তানের স্পিনারদের নিয়ে রসিকতায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।