
এশিয়া কাপ দিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর
হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ফখর জামান। ওয়ানডে সিরিজ খেলতে ক্রিকেটাররা ত্রিনিদাদে গেলেও বাঁহাতি ওপেনার চোট নিয়ে দেশে ফিরেছেন। গুঞ্জন আছে, এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন ফখর। এমনটা হলে কয়েকমাস পর আবারও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর আজম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার।