
৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়
সাব্বির হোসেনের সঙ্গে সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক ইরফান শুক্কুরও। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন শাহাদাত হোসেন দিপুও। তাদের ব্যাটেই তিনশ ছাড়ানো পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এমন লক্ষ্য তাড়ায় অগ্রণী ব্যাংকের ব্যাটারদের বড় ইনিংস খেলার বিকল্প ছিল না। অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিও করলেন, সাথে সাদমান ইসলামের হাফ সেঞ্চুরি। বাকিদের কেউই সেভাবে সুবিধা করতে না পারায় ২৮৭ রানে থামতে হয়েছে অগ্রণীকে। ৩৪ রানের জয়ে ডিপিএলে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক।