
বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। এখন পর্যন্ত ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা। এমন সমীকরণ সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে আগে ব্যাট করে ভালো শুরুর পরও বাংলাদেশ থামে ২২৭ রানে।
বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স ও বোলারদের ইকোনোমিক্যাল হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।