
দুই দিনে নেই ২৮ উইকেট, কামিন্সের মাইলফলকের পর অস্ট্রেলিয়ার বিপর্যয়
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দুই দিন শেষেই দুই দলের মিলিয়ে ২৮ উইকেটের পতন হয়েছে। ফলে ধরেই নেয়া যাচ্ছে ফাইনাল ম্যাচটি নাটকীয় কিছু না হলে পঞ্চম দিনে যাচ্ছে না। লর্ডসে প্রথম দিনের নায়ক ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।