
অনুশীলন ও কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা: নিশাঙ্কা
পাথুম নিশাঙ্কা, পুরো নাম পাথুম নিশাঙ্কা সিলভা—জন্ম ও বেড়ে ওঠা গলে। গ্রাউন্ড বয় হিসেবে কাজ করতেন বাবা সুনীল সিলভা। কালুতারা মন্দিরের পাশে ফুল বিক্রি করতেন নিশাঙ্কার মা। ছোটবেলা থেকে অর্থ কষ্টে বেড়ে উঠতে হলেও ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের ভালোবাসাটা ছিল প্রবল। সেই ভালোবাসার টানেই হয়ে উঠেছেন শ্রীলঙ্কার নতুন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। কালুতারা বিদ্যালয়ের হয়ে স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিশাঙ্কা সেঞ্চুরি করেছিলেন প্রেসিডেন্টস কলেজের বিপক্ষে। সেই তো শুরু।