
‘ভারতের বিপক্ষে হারের লজ্জা এড়াতে হ্যান্ডশেক নিয়ে হট্টগোল করছে পাকিস্তান’
চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে একপেশে লড়াইয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু 'হ্যান্ডশেক'। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতের ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। তারা ড্রেসিং রুমে ফিরে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এর আগে টসের পরও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এড়িয়ে গেছেন সালমান আলী আঘাকে।