
সুপার ফোরের দলগুলোর সাথে আমরা আগেও জিতেছি: বাশার
এশিয়া কাপের সুপার ফোরের তিনটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। এই দলগুলোর বিপক্ষে জিতে ফাইনালে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এশিয়া কাপের সুপার ফোরের তিনটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। এই দলগুলোর বিপক্ষে জিতে ফাইনালে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
চট্টগ্রামে শুরু হয়েছে আঞ্চলিক ক্রিকেট ভিত্তিক একটি নতুন টুর্নামেন্ট, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক আকরাম খান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির উদ্যোগে এই টুর্নামেন্টটি দেশের ক্রিকেট কাঠামোয় বিকেন্দ্রীকরণের একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে আবুধাবিতে। এই উইকেটের মিল রেখে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। সাধারণত দুবাইয়ের উইকেট একটু স্লো। তবে আবুধাবির উইকেট সেই তুলনায় কিছুটা ব্যাটিং বান্ধব। তাই সিলেটে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতি হবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষেই সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার সরে দাঁড়ানোয় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে লাল বলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। হাবিবুল বাশার মনে করেন, তাদের তিনজনের যে কেউ অধিনায়ক হতে পারেন। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, যাকেই দায়িত্ব দেয়া হোক অন্তত দুই বছরের জন্য যেন দেয়া হয়।
ঘরোয়া ক্রিকেটের বাইশ গজকে পেলেই আপন মহিমায় জ্বলে উঠেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
গল টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও নাঈম হাসান। তবে তিন জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েই।
সবশেষ কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, দর্শকদের কথার লড়াই আর চাপ। হাতেগোনা কয়েকটি ম্যাচে দেখা গেলেও মাঠের ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে সেই লড়াইয়ে শেয়ানে-শেয়ানে টক্কর দিতে পারে না বাংলাদেশ। কাগজে-কলমে অনেকটা এগিয়ে থাকলেও হাবিবুল বাশারের বিশ্বাস, ভারতকে হারানো অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪ সমান স্বপ্ন, ফেসবুকে দেয়া পোস্টের ওই লাইনের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও এঁটে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন পোস্ট থেকে অনুমান করতে বাকি থাকার কথা নয় ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে নিজের মনে মাঝে কতটা স্বপ্ন বুনেছিলেন। নিগার অবশ্য শুধু স্বপ্নতেই আটকে থাকেননি। সেই লাইনের পরে আরও একটা লাইন যুক্ত করেছেন।