
প্লে-অফের জন্য বেয়ারস্টো-গ্লিসন-আসালঙ্কাকে দলে ভেড়ালো মুম্বাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে উঠতে পারলে দলটিতে যোগ দেবেন নতুন তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা। জাতীয় দলের ম্যাচ থাকায় সেসময় আইপিএল ছাড়বেন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ।