
ম্যানচেস্টারে ‘ব্যাটার’ পান্তকে না খেলানোর পরামর্শ শাস্ত্রীর
ম্যানচেস্টার টেস্টের আগেই চোট থেকে সেরে উঠবেন ঋষভ পান্ত! তৃতীয় টেস্টের পর এমন ইঙ্গিত দিয়েছিলেন শুভমান গিলের। ভারতের অধিনায়কের এমন আশ্বাসের পরও বাঁহাতি উইকেটকিপার ব্যাটার চতুর্থ টেস্টে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কিপিংয়ের জন্য ফিট না হলেও পান্তকে শুধু ব্যাটার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানচেস্টারে শুধু ব্যাটার পান্তকে না খেলানোর পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।