
অধিনায়কত্ব ছাড়লেন রাহানে
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
২০২৫-২৬ ঘরোয়া মৌসুম শুরুর আগে মুম্বাই রঞ্জি ট্রফি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুন একজনকে দায়িত্ব দেয়ার। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান তিনি।
ভারতের টেস্ট দল থেকে অনেকটা আচমকাই বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে। এরপর ব্যাট হাতে রান পেলেও আর জাতীয় দলে জায়গা হয়নি তার। এখনো অবশ্য আশা হারাচ্ছেন না এই ব্যাটার। জাতীয় দলে ফিরে নিজের সেরাটা দিতে প্রস্তুত এই ব্যাটার।
১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন বিরাট কোহলি। একটু পর একই ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন তিনি। কোহলির উইকেটে জীবন বদলে গেছে হিমানশু সাংওয়ানের। ডানহাতি পেসার জানালেন, রেলওয়ের বাস চালক নাকি কোহলির বিপক্ষে চতুর্থ এবং পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা দিয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ভারত। যার কারণে দলটির ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা একরকম বাধ্যতামূলক করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কিন্তু ঘরোয়াতে খেলতে এসেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলরা।
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে বিরাট কোহলি সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে দিল্লির হয়ে। আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের ক্রিকেটের এই মহাতারকা। এক যুগের বেশি সময় পর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে কোহলি কে।
জাতীয় দলের হয়ে বিবেচনায় আসতে এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। একদিন আগে বিসিসিআই এমন নিয়ম করলেও রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলতে দেখা যাবে না কোহলি ও লোকেশ রাহুলকে। যদিও চোটের কারণে খেলা হচ্ছে না ভারতের এই দুই ব্যাটারের।