
সেরা চারে যাবে বাংলাদেশ, বিশ্বাস রাখতে বলছেন মুশতাক
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে গেলেও এখন সুপার ফোরে যাওয়াই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। গ্রুপ অব ডেথে থাকায় কাজটা এমনিতেই কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ায় নেট রান রেটের কারণে অনেকটা পিছিয়ে গেছেন লিটন দাসরা। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ শেষ আফগানিস্তানের বিপক্ষে। পরিসংখ্যান এমনিতেই তাদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। আবুধাবির কন্ডিশন একেবারে হাতের তালুর মতো চেনা আফগানিস্তানের জন্য। কন্ডিশন বিবেচনাতেও এগিয়ে থাকবেন রশিদরা।